একাদশ শ্রেণিতে 2024-25 শিক্ষা বর্ষে ঝিকরগাছা মহিলা কলেজ, ঝিকরগাছা,যশোর এ ভতি শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। কোনো ভর্তি পরীক্ষা হবে না। অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে ২৬ মে। আগামী ১১ জুন অবধি এ প্রক্রিয়া চলবে।
অনলাইনে আবেদন: চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেয়া হবে না। শিক্ষার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। কলেজ অফিস হতে ভর্তি সংক্রান্ত কাজে শিক্ষার্থীদের সহযোগীতা করা হবে।